রাজধানীতে বাসচাপায় আহত মন্টু মারা গেছেন

রাজধানীর মগবাজারের ওয়ারলেসগেট এলাকায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা শাহজালাল মন্টু (৬০) মারা গেছেন। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় মারা গেলেন দুজন।
আজ দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া জানান, শাহজালালের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর গ্রামে। তিনি রাজধানীর কাকরাইলে থাকতেন এবং প্যাকেজিংয়ের ব্যবসা করতেন বলে জানান তার প্রতিবেশী মঞ্জুরুল হক।
গত সোমবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ওয়ারলেসগেট সংলগ্ন সড়কে মঞ্জিল পরিবহণের ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা, সবজির ভ্যানসহ বেশ কয়েকটি বাহনকে চাপা দেয়।
এদিকে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল হক জানান, ওই দুর্ঘটনায় কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়নাল হাওলাদার (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় শাহজালাল মন্টু আজ মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, মঞ্জিল পরিবহণের বাসটি মগবাজার ফ্লাইওভার থেকে নেমে মৌচাকের দিকে যাচ্ছিল। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।