আরাফাত রহমান কোকোর জন্য আশুগঞ্জে দোয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আত্মার মাগফিরাত কামনা করে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর জামে মসজিদে দোয়া করা হয়। ছবি : এনটিভি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর জামে মসজিদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদের উদ্যোগে এই দোয়া করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সহসভাপতি আজিজুর রহমান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমানসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। ২৭ জানুয়ারি তাঁকে ঢাকায় বনানী কবরস্থানে দাফন করা হয়।