পাসপোর্ট জমার শর্তে শফিক রেহমানের জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যা পরিকল্পনার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয়ে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী সাংবাদিকদের জানান, পাসপোর্ট জমা দেওয়ার শর্তে শফিক রেহমানকে তিন মাসের জামিন দিয়েছেন আদালত।
গত ৭ জুন জামিনের আবেদন করেন শফিক রেহমান। কিন্তু হাইকোর্টের একটি বেঞ্চ তা খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন শফিক রেহমান। ওই আপিলের শুনানি শেষে আজ তাঁর জামিনের আদেশ দেন আদালত।
চলতি বছরের ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফায় তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।