জুট সন্ত্রাসীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান সেলিম ওসমানের

জুট সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ নারায়ণগঞ্জের পোশাক শিল্প মালিকরা। জুট নিয়ে সেখানে চলছে অরাজকতা। এসব বন্ধে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইয়ের সভাপতি এ কে এম সেলিম ওসমান। অন্যথায়, ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সড়কে নামার হুঁশিয়ারি দেন তিনি।
সেলিম ওসমান বলেছেন, কিছু উচ্ছশৃঙ্খলদের জন্ম হয়েছে। এর নেতৃত্ব দিচ্ছেন হাম্বা জান। তিনি জুট সন্ত্রাসীদের চিহ্নিত করতে প্রতিটি গার্মেন্টস মালিকদের সিসি ক্যামেরা সংযোজনের নির্দেশ দেন। একইসঙ্গে কোনো সন্ত্রাসী যদি ওসমান পরিবারেরও হয়ে থাকে, তাদেরকে ছাড় না দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও র্যাবের প্রতি আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে একটি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বারের ৩৫তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এসব কথা বলেন।
চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসির পরিচালক প্রবীর কুমার সাহাসহ অন্যান্যরা।