চুয়াডাঙ্গায় দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী সজিব মাহমুদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই দুই প্রার্থীই নির্বাচন বর্জন করেন।
দুই প্রার্থীই অভিযোগ করে বলেন, জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে স্থানীয় ও বহিরাগত নৌকার সমর্থনকারী লোকজন ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতিত সব কেন্দ্রে পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করে দিয়ে বের করে দেওয়া হয়েছে । এছাড়া নৌকা প্রতীকে সিল মেরে ভোট উৎসব পালন করছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারকে জানানোর পর তাঁরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু প্রার্থী কেন্দ্র ত্যাগ করলে পরে তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে আবার নৌকা প্রতীকে সিল মেরে ভোট উৎসব পালন করে। এজন্য তাদের সমর্থনকারীদের জীবননাশের আশঙ্কা করেছেন এবং নির্বাচন বর্জন করে পুনঃনির্বাচনের দাবি করেছেন।
জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘প্রার্থীরা ও রিটার্নিং অফিসাররা কেউই এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। আমি এ বিষয়ে কোনো কিছু জানি না।’