ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাকিস্তানের অর্থনীতি

দীর্ঘ ১৪ বছর পর বড় সুসংবাদ দিল পাকিস্তানের অর্থনীতি। দেশটি ২০২৪-২৫ অর্থবছরে চলতি হিসাবে ২ দশমিক ১ বিলিয়ন ডলার উদ্বৃত্ত রয়েছে। যেখানে গত অর্থবছরেও ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলারের ঘাটতি ছিল। শুক্রবার (১৮ জুলাই) স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের জুন মাসেই দেশটির চলতি হিসাবে ৩২৮ মিলিয়ন ডলার উদ্বৃত্ত হয়েছে। যা গত মাস এবং গত বছরের জুনের ঘাটতির তুলনায় অনেক উন্নতি।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা খুররাম শেহজাদও বলেছেন, ২২ বছরের মধ্যে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় বার্ষিক উদ্বৃত্ত।
এই অর্থনৈতিক উন্নতির পেছনে বেশ কিছু দিক কাজ করেছে। এর মধ্যে রয়েছে বস্ত্র রপ্তানি বৃদ্ধি, যা ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ১৭ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিদেশি বিনিয়োগও ৫ শতাংশ বেড়ে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার হয়েছে। তবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রেমিট্যান্স বা প্রবাসী আয়, যা রেকর্ড ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্বৃত্ত সম্ভব হয়েছে মূলত রেমিট্যান্সের ব্যাপক বৃদ্ধি ও কিছু কাঠামোগত সংস্কারের কারণে। যা ডলারের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের দামের পার্থক্য কমিয়ে এনেছে। এতে করে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আরও বেশি উৎসাহিত হচ্ছেন।
যদিও পণ্য আমদানির কারণে ঘাটতি কিছুটা বেড়ে ২৭ বিলিয়ন ডলার হয়েছে। তবু সার্বিক অর্থনৈতিক চিত্র এখন পাকিস্তানের পক্ষে। আশা করা হচ্ছে, আগামী অর্থবছরেও পাকিস্তানের চলতি হিসাবে ঘাটতির পরিমাণ কম থাকবে। যা দেশটির অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে। এছাড়া, তথ্যপ্রযুক্তি (আইটি) রপ্তানিও ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ভবিষ্যতে আরও উন্নতির ইঙ্গিত দিচ্ছে।