দামেস্কে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৬ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তার দেশ এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করছে। বার্তাসংস্থা রয়টার্সের বরাতে এই খবর দিয়েছে আলজাজিরা।
রুবিও বলেন, আমি কিছুক্ষণ আগেই সংশ্লিষ্ট পক্ষগুলির সাথে ফোনে কথা বলেছি। আমরা এটি নিয়ে খুবই উদ্বিগ্ন। আশা করি, দ্রুত এ বিষয়ে নতুন কোনো তথ্য জানানো সম্ভব হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি সেনা ও স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে গিয়েছে। যুক্তরাষ্ট্র চায় সেখানে যেন যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই অঞ্চলে চলমান সংঘাত থামাতে ওয়াশিংটন কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে বুধবার সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরসহ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েলি সেনাবাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।