ঝিমিয়ে পড়ল আমিরের ‘সিতারে জমিন পার’, আয় কমে কত?

প্রথম তিন দিনের দুর্দান্ত দৌড়ের পর চতুর্থ দিনেই গতি হারাল ‘সিতারে জমিন পার’। শনিবার ও রবিবার ছিল ভালো চিত্র, অথচ সোমবার বক্স অফিসে সিনেমাটির আয় নেমে এল মাত্র ৮.২৭ কোটিতে।
শুক্রবার যেখানে সিনেমাটি সংগ্রহ করেছিল ১১ কোটি, শনিবারে তা বেড়ে দাঁড়ায় ২১.৫০ কোটিতে, রবিবারে আসে বড় চমক—২৮ কোটি টাকার ব্যবসা। তিন দিনে মোট আয় হয় ৫৮.৯০ কোটি টাকা।
কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবসে অনেকটাই পিছিয়ে পড়ে ‘সিতারে জমিন পার’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সোমবার আয় দাঁড়ায় ৮.২৭ কোটিতে। চার দিনের মোট সংগ্রহ এখন ৬৬.৪২ কোটি টাকা। বাজেট যেখানে ৯০ কোটি, সেখানে এখনও বাকি প্রায় ২৪ কোটির পথ।
সাধারণত সোমবারে আয় কমে যাওয়া নতুন কিছু নয়, কিন্তু যেভাবে রবিবার সিনেমাটি চমক দেখিয়েছিল, তাতে অনেকে আশা করেছিলেন আরও শক্ত সোমবার। তবে আশার জায়গাও আছে। দর্শকপ্রতিক্রিয়া এখনও বেশ ইতিবাচক।
আবেগ, সামাজিক বার্তা, আর শিশুদের লড়াইয়ের গল্প—এই তিনের মিশেলে হৃদয় ছুঁয়ে গেছে বহু দর্শকের। আরএস প্রসন্ন পরিচালিত ছবিটিতে আমির খানের সঙ্গে আছেন জেনেলিয়া ডিসুজা। একটি স্প্যানিশ সিনেমার অফিসিয়াল হিন্দি রূপ এই কাহিনিতে বিশেষ শিশুদের জীবনে বাস্কেটবল হয়ে ওঠে আত্মবিশ্বাসের প্রতীক। আর সেই যাত্রার সহযাত্রী আমির।
সমালোচকদের মতে, সিনেমাটির আসল শক্তি এর গল্প আর আবেগ। তাই সোমবারের পতনকে সাময়িক বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার, দ্বিতীয় সপ্তাহে কোথায় গিয়ে দাঁড়ায় এই সফর।