হত্যার বিচার করেন না হয় আমাদের ভাইদের ফিরিয়ে দেন : আবু সাঈদের ভাই

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী। ছবি : এনটিভি অনলাইন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী বলেছেন, শহীদের হত্যার বিচার করেন, না হয় আমাদের ভাইদের ফিরিয়ে দেন।
আবু সাঈদের ভাই বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ যে কারণে দুই হাত প্রসারিত করে জীবন দিয়েছে, সে প্রাপ্তি কী আমরা পেয়েছি? যদি না পেয়ে থাকি তাহলে আমাদের ভাইদের ফিরিয়ে দেওয়া হোক।
রমজান আলী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে আমাদের শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শহীদদের হত্যার বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না।