ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আমার ছেলেকে হত্যা করা হয় : শহীদ আবরারের বাবা

শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি
শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেছেন, আমার ছেলের কী দোষ ছিল? আমার ছেলের দোষ ছিল ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া। ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আমার ছেলেকে হত্যা করা হয়।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বরকতুল্লাহ এ কথা বলেন।
শহীদ আবরার ফাহাদের বাবা বলেন, ভারতের সঙ্গে স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন অবাধ চুক্তির বিরুদ্ধে আওয়াজ তোলায় আমার ছেলেকে হত্যা করা হয়। আমার ছেলেকে হত্যা করা হয় ২০১৯ সালে। ছয় বছর হয়ে গেছে, এখনও সে হত্যার বিচার করা হয়নি। আমি এই অন্তর্বর্তী সরকারকে বলব, জুলাই হত্যাকাণ্ডসহ এই স্বৈরাচার যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, সব হত্যার বিচার করতে হবে।